History GK Suggestion (Part-31)

1. অন্তর্বর্তী সরকার কখন এবং কার নেতৃত্বে গঠিত হয়?
= ১৯৪৬ খ্রিস্টাব্দের ২রা সেপ্টেম্বর পন্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

2. গঞ্জাম লিপিতে কে কার সম্পর্কে জানা যায়?
= শশাঙ্ক

3. ইন্ডিয়ান মিরর এর সম্পাদক কে ছিলেন?
= কেশব চন্দ্র সেন।

4. আত্মীয় সভাকে তৈরি করেন?
= রাজা রামমােহন রায়

5. অজন্তার গুহাচিত্র কোন আমলে তৈরি হয়?
= গুপ্ত যুগে।

6. সন্ধ্যাকার নন্দি নিজেকে কি বলতেন?
= কলিকালের বাল্মীকি

7. কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি পান?
= বিম কদফিস

8. এশিয়ার আলাে কাকে বলা হয়?
= গৌতম বুদ্ধকে

9. উত্তর ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন?
= হর্ষবর্ধন

10. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
= ভূপেন্দ্রনাথ দত্ত।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292