History GK Suggestion (Part-32)

1. কলকাতা মাদ্রাসার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উ: ডেনিশন রস

2. জিম্মি শব্দের অর্থ কি?
উ: আশ্রিত প্রজা

3. বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি?
উ: সমাচার দর্পণ

4. কার রাজত্বকালে সি-ইউ-কি বইটি লেখা হয়?
উ: হর্ষবর্ধন

5. দ্বিতীয় গােলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
উ: দ্বিতীয় গােলটেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়।

6. দ্বিতীয় গােলটেবিল বৈঠকে ক‌ে যোগদান করেন?
উ: দ্বিতীয় গােলটেবিল বৈঠকে গান্ধীজি যােগদান করেন।

7. পুণা চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়?
উ: মহাত্মা গান্ধী ও ডঃ বি.আর. আম্বেদকরের মধ্যে পুণা চুক্তি সম্পাদিত হয়।

8. ইউরােপ থেকে ভারতে আসার নতুন জলপথ কে আবিষ্কার করেন?
উ: ভাস্কোদামামা।

9. ঋষিক কাদের বলা হত?
উ: প্রাচীন ভারতের কুষান দের

10. কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়?
উ: 1907 সাল‌ে ৷

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292