History GK Suggestion (Part-34)
1. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?
উ: কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ।
2. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে ঘটেছিল?
উ: 1761 খ্রিস্টাব্দে
3. পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উ: ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজউদৌল্লা এর মধ্যে ৷
4. সুর্যসেন কী নামে পরিচিত?
উ: মাস্টারদা সূর্যসেন নামে পরিচিত।
5. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন?
উ: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন মাস্টারদা সূর্যসেন।
6. বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে?
উ: ওয়ারেন হেস্টিংস
7. আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম কী ?
উ: আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম হল সরােজিনী নাইডু।
8, সর্বভারতীয় কৃষক সভার একজন নেতার নাম কী?
উ: সর্ব ভারতীয় কৃষক সভার একজন নেতার নাম হল স্বামী সহজানন্দ সরস্বতী।
9. ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কী ছিল?
উ: ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম ছিল হিন্দুস্থান সােসালিস্ট রিপাবলিকান অ্যাসােসিয়েশন।
10. পলাশীর যুদ্ধে কে জয়লাভ করেছিলেন?
উ: রবার্ট ক্লাইভ
11. ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উ: ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু।
উ: কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ।
2. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে ঘটেছিল?
উ: 1761 খ্রিস্টাব্দে
3. পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উ: ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজউদৌল্লা এর মধ্যে ৷
4. সুর্যসেন কী নামে পরিচিত?
উ: মাস্টারদা সূর্যসেন নামে পরিচিত।
5. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন?
উ: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন মাস্টারদা সূর্যসেন।
6. বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে?
উ: ওয়ারেন হেস্টিংস
7. আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম কী ?
উ: আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম হল সরােজিনী নাইডু।
8, সর্বভারতীয় কৃষক সভার একজন নেতার নাম কী?
উ: সর্ব ভারতীয় কৃষক সভার একজন নেতার নাম হল স্বামী সহজানন্দ সরস্বতী।
9. ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কী ছিল?
উ: ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম ছিল হিন্দুস্থান সােসালিস্ট রিপাবলিকান অ্যাসােসিয়েশন।
10. পলাশীর যুদ্ধে কে জয়লাভ করেছিলেন?
উ: রবার্ট ক্লাইভ
11. ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন?
উ: ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু।
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292