History GK Suggestion (Part-36)

1. বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর

2. ভারতে প্রথম কবে কোথায় রেলপথ চালু হয়?
উ: 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত।

3. ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়?
উ: 1878 খ্রিস্টাব্দ থেকে।

4. কে কবে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন?
উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 খ্রিস্টাব্দে

5. কে কবে সােমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন?
উ: দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 খ্রিস্টাব্দে

6. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উ: হরিশচন্দ্র মুখােপাধ্যায়

7.  নীলদর্পণ নাটকটি কে রচনা করেন?
উ: দীনবন্ধু মিত্র

8. হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে রচনা করেন?
উ: কালীপ্রসন্ন সিংহ।

9. কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
উ: ওয়ারেন হেস্টিংস

10. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
উ: আলেকজান্ডার ডাফ

11. পটলডাঙা একাডেমির বর্তমান নাম কি?
উ: হেয়ার স্কুল

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292