History GK Suggestion (Part-40)

1. ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি?
উ: হিন্দু বালিকা বিদ্যালয় (বর্তমানে বেথুন স্কুল)

2. কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন?
উ: লর্ড কর্নওয়ালিশ 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।

3. কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়?
উ: দিয়েত্রিক ব্যান্ডিসের প্রচেষ্টায়

4. রম্পা বিদ্রোহ কবে হয়েছিল?
উ: 1879 খ্রিস্টাব্দে।

5. রংপুর বিদ্রোহ দমনেকে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন?
উ: রংপুর বিদ্রোহ দমনে ম্যাকডােনাল্ড ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন।

6. কে মেদিনীপুরের লক্ষীবাঈ নামে পরিচিত ছিল?
উ: মেদিনীপুরের রানী শিরােমণি

7. হাে বিদ্রোহ কবে হয়েছিল?
উ: 1821 খ্রিস্টাব্দে

8. হাে বিদ্রোহ কোথায় হয়েছিল?
উ: হাে বিদ্রোহ হয়েছিল ছােট নাগপুরের সিংভূম অঞ্চলে।

9. কোল বিদ্রোহ কবে হয়েছিল?
উ: 1931 - 32 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল

10. গুন্ডা ধুর কে ছিলেন?
উ: বাস্তার বিদ্রোহের নেতা।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292