History GK Suggestion (Part-41)

1. সাঁওতালদের বসতি অঞ্চলের নাম কি ছিল?
উ: দামিন-ই-কোহ

2. দামিন-ই-কোহ কথার অর্থ কি?
উ: পাহাড়ের প্রান্তদেশ

3. সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়?
উ: 1855 খ্রিস্টাব্দে

4. মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উ: বিরসা মুন্ডা

5. বিরসা মুন্ডাকোথায় জন্মগ্রহণ করেন?
উ: বিরসা মুন্ডা রাচি জেলার উলি হাত গ্রামে জন্মগ্রহণ করেন

6. ওয়াহাবি কথার অর্থ কি?
উ: ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ

7. বারাসাত বিদ্রোহেকে নেতৃত্ব দেন?
উ: বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন তিতুমীর

8. বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতাকে ছিলেন?
উ: তিতুমীর

9. ভিল বিদ্রোহকে দমন করেছিলেন?
উ: ব্রিটিশ সেনাপতি কর্নেল আউট রাম।

10. টিপু সাহ কোন আন্দোলনের নেতা ছিলেন?
উ: পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292