History GK Suggestion (Part-44)

1. অসহযােগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশে কিষান সভার প্রধান নেতা কে ছিলেন?
উ: বাবা রামচন্দ্র

2. কোথায় পতিদার যুব মন্ডল গড়ে ওঠে?
উ: বারদৌলি তে

3. কংগ্রেস কবে স্বাধীনতা দিবস পালন করে?
উ: 1930 খ্রিষ্টাব্দে 26 শে জানুয়ারি

4. সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন?
উ: স্বামী সহজানন্দ

5. করেঙ্গে ইয়ে মরেঙ্গে উক্তিটি কার?
উ: মহাত্মা গান্ধীর

6. লাঙ্গল পত্রিকার সম্পাদক কে?
উ: কাজী নজরুল ইসলাম

7. মুজাফফর আহমেদ সম্পাদিত পত্রিকার নাম কি?
উ: গণবাণী

8. মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
উ: 1929 খ্রিস্টাব্দে

9. হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে কবে ঘটেছিল?
উ: 1576 খ্রিস্টাব্দে আকবর রানা প্রতাপ এর মধ্যে।

10. কৈলাসনাথ মন্দির কার রাজত্বকালে নির্মিত হয়?
উ: পল্লব রাজবংশ সময় কালে নির্মিত হয় ৷

11. রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়?
উ: 1773 খ্রিস্টাব্দে

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292