History GK Suggestion (Part-45)

1. পিটের ভারত শাসন আইন কবে চালু হয়?
উ: 1784 খ্রিস্টাব্দে

2. যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উ: বারীন্দ্রকুমার ঘােষ, অভিনাশ ভট্টাচার্য, ভূপেন্দ্রনাথ দত্ত।

3. হরিজন পত্রিকার সম্পাদকের নাম কি ছিল?
উ: মহাত্মা গান্ধী

4. তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন?
উ: দেবেন্দ্রনাথ ঠাকুর

5. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন?
উ: শিশির কুমার ঘােষ

6. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন?
উ: নেতাজি সুভাষচন্দ্র বসু

7. নীল বিদ্ৰোহ কবে কোথায় হয়েছিল?
উ: নীল বিদ্রোহ বাংলায় 1859 খ্রিস্টাব্দে হয়েছিল

8. বুড়ি বালামের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে?
উ: যতীন্দ্রনাথ মুখােপাধ্যায়

9. মােপলা বিদ্রোহ কোথায় হয়েছিল?
উ: কেরলে

10. বারদৌলি আন্দোলনকোথায় হয়েছিল?
উ: গুজরাট

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292