RRB Group D 10th October Exam Paper 2018 – 1st+2nd+3rd Shift

১. উইংস অফ ফায়ার এর লেখক কে ?
=এ পি জে আব্দুল কালাম ।

২. কমনওয়েলথ গেমে প্রথম স্বর্ণপদক বিজেতার নাম কি ?
= মিরাবাই চানু

৩. 2018 সালে সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার পেয়েছে কোন সিনেমা ?
= দ্য শেপ অব ওয়াটার

৪. 2017 সালে বিজেপি গুজরাটে কতগুলো সিট জিতেছিল ?
= 99 টি

৫. ঝাড়খণ্ডের চিপ মিনিস্টারের নাম কি ?
= রঘুবর দাস

৬. স্যানডিস্ক এর সিইও এর নাম কি ?.
= সঞ্জয় মালহোত্রা

৭. 2017 সালে IIFA অ্যাওয়ার্ড কোন সিনেমা পেয়েছে ?
= নীর্যা

৮. ব্রাজিলের অ্যাম্বাসেডর এর নাম কি ?
= অশোক দাস

৯. 2017 সালে ফুটবলে সন্তোষ ট্রফি কে জিতেছেন ?
= পশ্চিমবঙ্গ

১০. শ্রীলংকার প্রধানমন্ত্রীর নাম কি ?
= উইকরামাসিংহ

১১. সম্প্রতি ওয়ালমার্ট ফ্লিপকার্ট থেকে কত পারসেন্ট শেয়ার কিনে নিয়েছে ?
= 70%

১২. কাঁচরা মহোৎসব কোথায় শুরু হয়েছে ?
= ছত্রিশগড়

১৩. 2018 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে ?
= ফ্রান্স

১৪. নীতি আয়োগ এর সিইও কে ?
= অমিতাভ কান্ত

১৫. জাপানের সংসদের নাম ?
= ডাইক

১৬. পানিপথের তৃতীয় যুদ্ধে কে মারাঠা কে হারিয়েছিল ?
= আফগান

১৭. বৃষ্টির জল গোলাকার হয় কেন ?
= পৃষ্ঠটানের জন্য

১৮. EEG কে কিসের পরীক্ষার জন্য কাজে লাগানো হয় ?
= মস্তিষ্ক

১৯. অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত ?
= 13

২০. টাংস্টেনের পরমাণু সংখ্যা কত ?
= 74

২১. 2,8,7 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌল কোন গ্রুপে অবস্থান করবে ?
= 17 নম্বর গ্রুপ

২২. ধাতু কোন পদ্ধতির মাধ্যমে উত্তপ্ত হয় ?
= চলন

২৩. Ca (OH)2 এর আণবিক সংখ্যা কত ?
= 74

২৪. কুমিরের হৃদপিন্ড এ কতগুলো প্রকোষ্ঠ থাকে ?
= চারটি

২৫. কার্যের একক এর নাম কি ?
= জুল

২৬. R=350 ওহম, v=220 ভোল্ট। তাহলে কারেন্ট কত হবে ?
= 22/35 A

২৭. চিনা পাথর এর ফর্মুলা কি ?
= CaCO3

২৮. 2,8,3 ; 2,8,4 ; 2,8,5 ; 2,8,6 ইলেকট্রন বিশিষ্ট মৌলের মধ্যে কোনটি ধাতু ?
= 2,8,3

২৯. লিপ ইয়ারে কতগুলি বিসম দিন থাকে ?
= দুটি

৩০. গরু : দুধ :: ভেড়া : ?
= পশম

৩১. এদের মধ্যে কোনটি আলাদা ?
56, 95, 85, 65
= 56

৩২. 1, 5, 9, 13, 17, ?
= 21

৩৩.অলিম্পিকে জিমনাস্টিক ইভেন্টে ভারত থেকে প্রথম কোন মহিলা অংশগ্রহণ করেছিলেন ?
= দীপা কর্মকার

৩৪. মুসকান কিরার কোন খেলার সঙ্গে যুক্ত ?
= তীরন্দাজ

৩৫. ডি এন এ এর আবিষ্কারক কে ?
= ওয়াটসন এবং ক্রিক ।

৩৬. অন্ধ্রপ্রদেশের রাজ্য পশুর নাম কি ?
= ব্লাক বাক

৩৭. লোকসভার অধ্যক্ষ কে ?
= সুমিত্রা মহাজন

৩৮. সৌরমণ্ডলের সবচেয়ে গরম গ্রহের নাম কি ?
= শুক্র

৩৯. নেশনাল ফিলম আওয়ার্ড 2017 তে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কোন সিনেমা ?
= পিঙ্ক

৪০. এশিয়া ক্রিকেট কাপ 2018 কোন দেশ আয়োজন করেছিল ?
= UAE

৪১. উগান্ডার রাজধানীর নাম কি ?
= কম্পালা

৪২. ভারতের কোন রাজ্য তেল উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে ?
= রাজস্থান

৪৩. অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি ?
= পেমা খান্দু

৪৪. দেভেন্দ্র হাজারী কোন খেলার সঙ্গে যুক্ত ?
= জ্যাভলিন থ্রো

৪৫. টয়লেট- এক প্রেম কথা সিনেমায় মুখ্য ভূমিকা পালন করেছে ?
=অক্ষয় কুমার

৪৬. 2017 সালে কোন টিম আইপিএল জিতেছেন ?
= মুম্বাই ইন্ডিয়ান

৪৭. সিকিম এর ব্র্যান্ড এম্বাসেডর কে ?
= এ আর রহমান

৪৮. জয়রাম ঠাকুর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?
= হিমাচল প্রদেশ

৪৯. পরবর্তী এশিয়ান কাপ কোথায় অনুষ্ঠিত হবে ?
= চিনে

৫০. বিশ্বের অর্থনীতিতে ভারতের স্থান কত ?
= ষষ্ঠতম

৫১. হেমায়েত প্রোগ্রাম কোন রাজ্য শুরু করেছে ?
= জম্মু ও কাশ্মীর

৫২. অম্লরাজ কাকে বলা হয় ?
= H2SO4

৫৩. ট্রান্সফর্মার এর কাজ কি ?
=ভোল্টেজ বৃদ্ধি বা হ্রাস করার কাজে

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292