Science GK Suggestion (Part-47)

1। সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি?
= অ্যানাবিনা, নস্ট্রক

2। কোন ধাতুর আকরিকের নাম গ্যালেনা ?
= সীসা

3। 'পিউটার ধাতু সংকর উপাদানে কি কি থাকে?
= ৫০% সীসা ও ৫০% টিন

4৷ তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরেনা নিচে?
= নিচে।

5। 'সােরেল সিমেন্ট' কি কাজে ব্যাবহার করা হয়?
= দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়।

6। স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লােহা ব্যাবহার করা হয়?
= ইস্পাত

7। যে কোনাে লেবুজাতীয় ফলে কোন অ্যাসিড থাকে ?
= সাইট্রিক অ্যাসিড

8। 'টায়ালিন' কোন জাতীয় খাদ্যকে পাচিত করে?
= শ্বেতসার।

9। মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি?
= এনামেল।

10। কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয়?
= তারা মাছ।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292