Science GK Suggestion (Part-51)

1. মহিলাদের হাড়ের ক্ষয় সংক্রান্ত রােগ কোন বয়সে দেখা যায়?
= ৪০ - ৪৫ বছর ৷

2. ফ্যাটকিসেদ্ৰণীয়?
= ইথার ও ক্লোরােফর্ম।

3. ক্রেবস চক্রে মােট কত অনু ATP তৈরি হয়?
= ১২ অনু ৷

4. সাধারণ মানুষের দেহে কলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত?
= প্রতি১০০ মিলিলিটার রক্তে ১৫০ - ২৫০ মিলিগ্রাম।

5. দেহ কলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে?
= ইডেমা।

6. Heart of heart কাকে বলে?
= হিজ এর বান্ডিল কে।

7. হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মােটা?
= বাম নিলয়৷

8. কোন স্তন্যপায়ী প্রাণী RBC নিউক্লিয়াস যুক্ত?
= উট।

9. দেহের সবচেয়ে বড় স্নায়ুকোনটি?
= ভেগাস ৷

10. কোন গ্রন্থি হরমােন উৎপাদন করে না?
= প্লীহা ৷

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292