Science GK Suggestion (Part-52)

1.বৃক্ক‌ে প্রতি মিনিটে কত পরিমান রক্ত প্রবাহিত হয়?
উ:১২০০মিলিলিটার।

2.গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়?
উ:পাকস্থলী।

3.কোন হরমােন রক্তচাপ বাড়ায়?
উ:অ্যাড্রেনালিন।

4.হাঙর মাছের কত গুলি ফুলকা ছিদ্র আছে?
উ: ৭ জোড়া ৷

5.আলট্রাসােনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী?
উঃ বাদুড়।

6.বয়েলের সূত্রের একক কি কি?
উঃ উষ্ণতা ও ভর।

7.এক নটিক্যাল মাইল মানে কত ফুট?
উঃ ৬০৮০ ফুট।

8.প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'Pvc শব্দটির অর্থ কি?
উঃ পলিভিনাইল ক্লোরাইড।

9.পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উঃ শূন্য।

10.কোন লােহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে?
উঃ রট আয়রন।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292