Science GK Suggestion (Part-53)

1. কোন মৌলের আইসােটোপ নেই?
উঃ সােডিয়াম

2. বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ককমে না বাড়ে?
উঃ কমে।

3. তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে?
উঃ ট্রাইটিয়াম।

4. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?
উঃ স্থিতি শক্তি।

5. হীরে পর পৃথিবীতে সবচয়েে কঠিন বস্তু কি?
উঃ করানডাম।

6. লােহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে?
উঃ গ্যালভানাইজেশন

7. ডুবুড়ির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে?
উঃ হিলিয়াম।

8. কোন বর্ণের আলাের তরঙ্গ দৈর্ঘ্য কম?
উঃ বেগুনি।

9.  স্টিম ইঞ্জিনে তাপশক্তি কিসে পরিণত হয়?
উঃ যান্ত্রিক শক্তিতে

10. ডি এন এস বলতে কি বােঝায়?
উঃ ডােমেইন নেম সিস্টেম।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292