Science GK Suggestion (Part-54)

1. একটি ইলেক্ট্রো ম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যাবহার করা হয়?
উঃ নরম লােহা।

2. তিনটি প্রাথমিক রং কি কি?
উঃ লাল, নীল, সবুজ।

3. রেনে ডেকার্ট কেন বিখ্যাত?
উঃ জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়গের ফলে।

4. অ্যানাটমির জনক কে?
উঃ আনদ্রিয়াস ভেসালিয়াস।

5. খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয়?
উঃ হামফ্রে ডেভিকে,সেফটি লাম্প আবিষ্কারের জন্য।

6. আইসােটোপ কি?
উঃ যে সব পরমানুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসােটোপ বলে

7. ভর সংখ্যা কি?
উঃ নিউক্লিয়াসের প্রােটন ও নিউটন সংখ্যার সমষ্টি।

8. প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হত?

উঃ বারুদ।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292