Science GK Suggestion (Part-55)

1) আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ।

2) উড়ােজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার ৷

3) এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানাে।

4) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ।

5) কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন।

6) কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে।

7) কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে।

৪) ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসাবে।

9) ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম ডলি।

10) গ্যালিলিও' হলাে পৃথিবী থেকে পাঠানাে বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ 

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292