Science GK Suggestion (Part-57)

1) বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।

2) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর ৫ জুন ।

3) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি টাংষ্টেন।

4) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমােগ্রাফ।

5) মঙ্গলগ্রহে প্রেরিত নভােযান ভাইকিং ।

6) মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।

7) মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর মেলানিন ।

8) মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮ ইঞ্চি (প্রায়)।

9) যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্য গ্রহণ ৷

10) যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন 'K'।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292