Science GK Suggestion (Part-64)
1. অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক এসিড প্রস্তুতিতে অনুঘটক রূপে কি ব্যবহার করা হয় ?
➥ প্লাটিনাম রেডিয়াম।
2. লন্ড্রিতে সাদা জামা কাপড়ে নীল দিতে যে পদার্থ ব্যবহার করা হয় তার রাসায়নিক সংকেত কি?
➥ Fe4[Fe(Cn)6]
3. সালোকসংশ্লেষের কোন দশায় জল অত্যাবশ্যক হয়?
➥ আলোক দশা ।
4. গ্যাসের ব্যাপনের হার কত?
➥ আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ।
5. লৌহ ছাড়া কোন মৌলের চুম্বকীয় ধর্ম বর্তমান ?
➥ কোবাল্ট
6. কে প্রমাণ করেছিলেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক?
➥ গিলবার্ট
7. তড়িৎ বর্তনী তে প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে ?
➥ গ্যালভানোমিটার।
8. নিউক্লিয় রিঅ্যাক্টর এ গ্রাফাইট ব্যবহৃত হয় কি কারনে?
➥ নিউট্রনের বেগ কমাতে।
9. কোন হ্যালোজেন মৌল অক্সি অ্যাসিড উৎপন্ন করে না?
➥ F
10. উড়োজাহাজের উড্ডয়ন কোন নীতির দ্বারা সম্পন্ন হয় ?
➥ বার্নোলির নীতি
➥ প্লাটিনাম রেডিয়াম।
2. লন্ড্রিতে সাদা জামা কাপড়ে নীল দিতে যে পদার্থ ব্যবহার করা হয় তার রাসায়নিক সংকেত কি?
➥ Fe4[Fe(Cn)6]
3. সালোকসংশ্লেষের কোন দশায় জল অত্যাবশ্যক হয়?
➥ আলোক দশা ।
4. গ্যাসের ব্যাপনের হার কত?
➥ আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ।
5. লৌহ ছাড়া কোন মৌলের চুম্বকীয় ধর্ম বর্তমান ?
➥ কোবাল্ট
6. কে প্রমাণ করেছিলেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক?
➥ গিলবার্ট
7. তড়িৎ বর্তনী তে প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে ?
➥ গ্যালভানোমিটার।
8. নিউক্লিয় রিঅ্যাক্টর এ গ্রাফাইট ব্যবহৃত হয় কি কারনে?
➥ নিউট্রনের বেগ কমাতে।
9. কোন হ্যালোজেন মৌল অক্সি অ্যাসিড উৎপন্ন করে না?
➥ F
10. উড়োজাহাজের উড্ডয়ন কোন নীতির দ্বারা সম্পন্ন হয় ?
➥ বার্নোলির নীতি
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292