Geography GK Suggestion (Part-62)

1. মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত?
উঃ কর্ণাটক।

2. বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়?
উঃ Eighth June.

3. বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয় ?
উঃ নারায়ণগঞ্জ ।

4. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
উঃ দার্জিলিং-এর সিদ্ৰাপং।

5. নামধাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
উঃ অরুণাচল প্রদেশ।

6. সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয় ?
উঃ বাণিজ্য বায়ু।

7. কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত ?
উঃ ঝিলম।

8. সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলাে, তার নাম কী?
উঃ কালিম্পং।

9. বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি?
উঃ পূর্বাশা।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292