Geography GK Suggestion (Part-64)

1. ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়?
উঃ এলাহাবাদ।

2. ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়াে?
উঃ 90 গুণ।

3. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে?
উঃ কেরালা।

4. বাংলার শিলিগুড়িতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কী?
উঃ ভালাে সড়ক যােগাযােগ ব্যবস্থা।

5. কোন দেশেরস্বচেয়ে বেশিসংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে?
উঃ রাশিয়া।

6. যদি বায়ুমণ্ডল না থাকত তবে আকাশের রং কী হত?
উঃ কালাে।

7. কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড়াে বিমানবন্দরটি অবস্থিত?
উঃ সৌদি আরব।

8. ভারতে মােট বিদ্যুৎ উৎপাদনের বেশীর ভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়?
উঃ তাপ বিদ্যুৎ।

9. জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা (N.T.P.C) কত সালে গঠিত হয়েছে?
উঃ ১৯৭৫ সালে।

10. ইলেকট্রনিক্স শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে?
উঃ দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল।

11. ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়েছিল?
উঃ ১৮৩০, তামিলনাড়ুর পাের্টোনােভা।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292