Geography GK Suggestion (Part-65)

1. বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরী সহযােগিতায় গড়ে তােলা হয়েছে?
উঃ পূর্বতন সােভিয়েত ইউনিয়ন।

2. ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ-ইস্পাত কারখানা কোনটি?
উঃ TISCO জামসেদপুর।

3. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযােগিতায় গড়ে উঠেছে?
উঃ পশ্চিম জর্মানী।

4. ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি কোন দেশে সহযােগিতায় গড়ে উঠেছে?
উঃ পূর্বতন সােভিয়েত ইউনিয়ন।

5. ভারতে রেল-ইঞ্জিন তৈরী করে কোন সংস্থা?
উঃ পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লােকোমােটিভ ওয়াকর্স।

6. ডিজেল লােকোমােটিভ ওয়ার্কসকোথায় অবস্থিত?
উঃ উত্তরপ্রদেশের বারাণসী।

7. ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত ?
উঃ তামিলনাড়ুর পেরাম্বুর।

8. পশ্চিমবঙ্গের জেসপ এ্যান্ড কোং নাম সরকারী সংস্থায় কী তৈরী হয়?
উঃ মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি।

9. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি ?
উঃ বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড।

10. ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়?
উঃ ঘুসুড়ি।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292