Geography GK Suggestion (Part-68)

1. ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?
Ans. গুজরাট।

2. ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
Ans. পশ্চিমবঙ্গের রিষড়ায়।

3. প্রথম শ্রেণীর শহর বলা হয় শহরকে তার জনসংখ্যা কত?
Ans. ১ লক্ষের বেশী ।

4. মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা-
Ans. ১০ লক্ষের বেশী।

5. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
Ans. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী।

6. ভারতের প্রবেশ দ্বার বলা হয় কোন শহরকে?
Ans. মুম্বাই।

7. ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ?
Ans. মুম্বাইকে।

8. ভারতের অধিকাংশ হিন্দী চলচ্চিত্র নির্মিত হয় কোথায় ?
Ans. মুম্বাইয়ে।

9. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে কত সালে স্থানান্তরিত হয় ?
Ans. ১৯১১ সালে ।

10. ওয়েলিংডন বিমানঘাঁটি কোথায় অবস্থিত ?
Ans. ব্যাঙ্গালােরে ।

11. ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি ?
Ans. ব্যাঙ্গালাের।

12. সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত ?
Ans. হায়দ্রাবাদে।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292