Geography GK Suggestion (Part-70)

1. দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত ?
Ans. মাদুরাইতে।

2. কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয় ?
Ans. মাদুরাই।

3. কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ?
Ans. বারাণসীতে ।

4. হিন্দুস্থান শিপইয়ার্ড কোথায় অবস্থিত ?
Ans. বিশাখাপত্তনমে।

5. হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরণের বন্দর ?
Ans. নদী বন্দর ।

6. বােম্বাই বন্দর কোন ধরণের বন্দর ?
Ans. সমুদ্র বন্দর।

7. ভারতের সর্বশ্রেষ্ট্র সামুদ্রিক বন্দর কোনটি ?
Ans. মুম্বাই।

8. যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান ?
Ans. মাদ্রাজ ।

9. মােট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম ?
Ans. মুম্বাই।

10. ভারতে আমদানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম?
Ans. মুম্বাই।

11. ভারতে রপ্তানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম ?
Ans. মার্মাগাঁও।

12. ভারতে অধিকাংশ লৌহ-আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানী করা হয় ?
Ans. মার্মাগাঁও।

13. ভারতের আমদানী বাণিজ্যে কলিকাতা বন্দরের স্থান কত ?
Ans. দ্বিতীয়।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292