History GK Suggestion (Part-53)

1. ইউরােপের রুগ্নমানুষ কাকে বলা হয়?
উঃ তুরস্ক।

2. ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন?
উঃ রমেশচন্দ্র দত্ত।

3. ইকবাল কে ছিলেন?
উঃ একজন উর্দু কবি, যিনি সারে জাহাসে আচ্ছা গান রচনা করেছিলেন।

4. ইটালি কবে আবিসিনিয়া দখল করেন?
উঃ ১৯৩৬ খ্রিঃ।

5. ইতালিতে কার্বোনারি দলের প্রতিষ্ঠাতা কে?
উঃ ম্যাসিনি।

6. ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ ড. বি. আর আম্বেদকর।

7.ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?
উঃ শ্যামজি কৃষ্ণ বর্মা।

8. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে?
উঃ সুৰ্য্যসেন।

9. ইন্দো চীনের বর্তমান নাম কী?
উঃ ভিয়েতনাম।

10. ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উঃ ড. সুকর্ন।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292