History GK Suggestion (Part-59)

1. দুশমানাে কি গােলিও কা সামনা হাম কারেঙ্গে, আজাদ থে আজাদ হি রাহেঙ্গে' কে বলেছেন?
Ans. চন্দ্রশেখর আজাদ

2. হর্ষবর্ধন দাক্ষিনাত্যের কোন রাজার কাছে পরাজিত হয়েছিলেন?
Ans. চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর কাছে।

3. গৌড় সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠাতা কে?
Ans. গৌড়রাজ শশাংক ।

4. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন?
Ans. গৌড়রাজ শশাংক।

5. থানেশ্বর রাজ্য কে স্থাপন করেন?
Ans. প্রভাকরবর্ধন থানেশ্বর রাজ্য স্থাপন করেন।

6. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?
Ans. কনৌজ

7. মিহিরকুল কে ছিলেন?
Ans. মিহিরকুল ছিলেন একজন হুন নেতা।

8. হিউয়েন-সাঙ কে ছিলেন?
Ans. চিনদেশীয় পরিব্রাজক।

9. প্রাচীন ভারতে উত্তরাপথের সর্বাধিনায়ক বা সকল উত্তরপথনাথ কাকে বলা হত ?
Ans. হর্ষবর্ধন

10. হিউয়েন-সাঙ রচিত বিবরণীর নাম কী?
Ans. সি-ইউ-কি।

11. প্রয়াগের মেলা কি নামে পরিচিত ছিল?
Ans. মহামােক্ষ ক্ষেত্র।

12. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চিনদেশীয় পরিব্রাজক ভারতে আসেন ?
Ans. হিউয়েন-সাঙ।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292