History GK Suggestion (Part-60)

1. হর্ষচরিত কে রচনা করেন?
Ans. বাণভট্ট।

2. ত্রি-শক্তি সংগ্রাম কোন কোন রাজ্যের মধ্যে হয়েছিল?
Ans. পাল, প্রতিহার,ও রাষ্ট্রকুট বংশের মধ্যে হয়েছিল।

3. মাৎস্যন্যায়ের যুগ বলতে কি বােঝায় ?
Ans. বাংলার শশাঙ্কের পরবর্তী যুগের অরাজকতাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিকে মাৎস্যন্যায়ের যুগ বলে

4. বাংলার প্রথম নির্বাচিত নরপতি কে?
Ans. গােপালদেব।

5. সেন বংশের শেষ রাজা কে ছিলেন ?
Ans. সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন মতান্তরে কেশব সেন।

6. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans. শ্রীগুপ্ত

7. শকারি উপাধি কে গ্রহন করেছিলেন?
Ans. গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

8. গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে কেন শকারি বলা হয় ?
Ans. গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয় কারণ তিনি পশ্চিম ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটান।

9. কোন ভারতীয় সম্রাটকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসেবে মেনে নেওয়া হয় ?
Ans. গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে।

10. খ্রিস্টীয় পঞ্চম শতাব্দিতে কোন বিদেশি জাতি ভারত আক্রমণ করে ?
Ans. হুন জাতি

11. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?
Ans. গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে।

12. ফা-হিয়েন-এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কী?
Ans. ফা-হিয়েন-এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম ফো-কুও-কি।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292