Science GK Suggestion (Part-76)

1। রক্ততঞ্চন সহায়তা করে = ষােপ্লাসটিন (অণুচক্রিকা থেকে নিঃসৃত)।

2। মানবদেহে কর্টিজোন হরমােন তৈরির জন্য যে গ্রহি দায়ী = অ্যাড্রিনাল।

3। ঘাম হওয়ার প্রধান কারণ হল = দেহের বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়া।

4। পরিপাক গ্রন্থির যেখানে প্রথম প্রােটিন পরিপাক হয় = পাকস্থলী।

5। মানুষের পায়ের হাড়গুলির নাম = টিবিয়া ও ফিবিউলা।

6। যে শিরা দূষিত রক্ত বহন করে না = পালমােনারি।

7। দেহের যে অঙ্গে আয়ােডিন জমা হয় = থাইরয়েড গ্রন্থিতে।

8। বিপাকে উৎসেচকের কাজ হল = অনুঘটকের কার্য করা।

9। বিজ্ঞানী ম্যাক্সওয়েল যে তত্ত্বের সঙ্গে সম্পর্কিত = গ্যাসের গতিতত্ত্ব।

10। অণুবাদ সূত্রের প্রবর্তক = অ্যামিদিও অ্যাভােগাড্রো।

11। থাইরয়েড গ্রন্থি যে অঙ্গের নিকটে অবস্থান করে স্বরযন্ত্র।

12। লালাগ্রন্থির লালায় যে উৎসেচক থাকে = টায়ালিন ও মলটেজ।

13। যে শর্করা রক্তে প্রচুর পরিমাণে থাকে = গ্লকোজ।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292