Science GK Suggestion (Part-79)

1। পিটুইটারি গ্রন্থি থাকে-মস্তিষ্কের নীচে।

2। মানবদেহে রক্ত শােধন করে ফুসফুস।

3। মানবদেহে কর্ণিয়া থাকে – চোখে।

3। যেটি মানুষের হাড় নয় – পেরিকার্ডিয়াম (Pericardium)।

4। রেনিন ও ল্যাকটোজ উৎসেচক দুটি সাহায্য করে – দুধ পরিপাকে।

5। ডিওডিনাম অবস্থিত – ক্ষুদ্রান্ত্রের একেবারে উপরে।

6। চোখের ভিট্রিয়াস হিউমারকাজ করে প্রতিসারক মাধ্যমরূপে।

7। মানবদেহে ক্যালসিয়ামের পরিমাণ - ১%।

8। ফিনাইল কিটোনিউরিয়া বিপাকের ফলে জন্মগত খুঁত তৈরি হয় যার প্রভাবে এটি ঘটে – অন্তঃক্ষরা গ্রন্থিতে ক্ষয়ের ফলে।

9। হাত ও পায়ে রক্তপ্রবাহ মহাকর্ষের বিপরীত দিকে ঘটে। উল্টোদিক রক্তপ্রবাহে বাধা দেয়- কপাটিকা।

10। একই চেহারার যমজ সন্তানের জন্ম হয় যখন – একই জাইগােটের মধ্যে কোষগুলি স্বাধীনভাবে বেড়ে ওঠে।

11। রক্তে যে উপাদান দেখা যায় না - ক্রোমিয়াম

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292