Science GK Suggestion (Part-80)

1। ফুসকুড়ি চুলকালে আরাম পাওয়া যায় কারণ - এটি কিছু স্নায়ুকে উত্তেজিত করে অ্যান্টিহিস্টেমনিক কেমিক্যালের উৎপাদন বাড়িয়ে দেয়।

2। যে গ্রন্থিটি দেহ-আকার নিয়ন্ত্রণ করে সেটি জন্মের সময় বড়াে থাকে, কিন্তু বয়ঃসন্ধির সাথে সাথে ছােট হয়ে যায় – থাইমাস।

3। গ্যাসের আয়তন সূত্রের সঙ্গে যে বিজ্ঞানীর নাম জড়িত - গে-লুসাক।

4। যে হাড়টি পায়ের নয় - রেডিয়াস।

5। সবাত শ্বসনের বিক্রিয়াটি হল -cH,0, + 60,।

6। ধমনীর রক্তপাতের বৈশিষ্ট্য – অনবরত রক্ত নির্গত হওয়া।

7। চিংড়ির ভারসাম্য অঙ্গ স্টাটোসিস্ট (Statocyst)যে হাড় গ্লাইডিং জয়েন্ট তৈরি করে – কারপাস।

8। অগ্ন্যাশয় গ্রন্থি নিঃসৃত হরমােনের কাজ - দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ

9। যে দাঁতের তিনটি শাখা আছে - মােলার।

10। স্তন্যপায়ীদের মস্তিষ্কের যে অংশ মেশিন তৈরি, ভাষাও | শিল্পের উন্নতিতে সাহায্য করে - সেরিব্রাম।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292