Science GK Suggestion (Part-82)

1। রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধাকে বলে - থ্রম্বােসিস।

2। মানুষের রক্তের গ্রুপ নিয়ন্ত্রিত হয় – জিন দ্বারা।

3। রক্তের হিমােগ্লোবিনের সঙ্গে যেটি অপরিবর্তনশীল যৌগ গঠন করে- কার্বন মনােক্সাইড।

4। যদি বাবার রক্ত A বর্গের হয় ও মাতার ০ হয় তবে সন্তানের রক্তের বর্গ হবে - o।

5। যদি কেউ মিষ্টি রুটি কিছুক্ষণ চিবােয় তারপর সে পৃথক মিষ্টি স্বাদ অনুভব করবে কারণ – মুখের ভিতর কার্বোহাইড্রেট শর্করাতে পরিণত হবে।

6। জার্মান সিলভারে কী কী উপাদান থাকে – তামা, দস্তা ও নিকেল।

7। রাসায়নিকভাবে ইন্টারফেরণ কী – গ্লাইকোপ্রােটিন।

8। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণির লিভার - প্রথম শ্রেণির।।

9। লাল গরম ঝামা পাথরের ওপর ফোটাফোটা, গাঢ় সালফিউরিক অ্যাসিড ফেললে বিয়ােজিত হয়ে কী উৎপন্ন হয় - জায়মান অক্সিজেন।

10। জল ভাল দ্রাবক কেন – এর স্ফুটনাঙ্ক অনেক বেশি।

11। ইথাইল অ্যালকোহল কী - জৈব দ্রাবক।

12। ভিনিগার কী - জৈব অ্যাসিড।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292