Science GK Suggestion (Part-83)

1। ম্যাগনেশিয়ামের উৎস কোনটি - আকরিক ম্যাগনেসাইট, কার্ণালাইট ও ডলােমাইট।

2। আলেকজান্ডার গ্রাহাম বেল কবে টেলিফোন আবিষ্কার করেন – ১৮৭৬ সালে।

3। তেল ও চর্বির মধ্যে মুক্ত অবস্থায় কার্বন কী রূপে থাকে - গ্লিসারাইড রূপে।

4। 0° সেন্টিগ্রেড উষ্ণতায় কার দ্রাব্যতা 35.7 - সােডিয়াম ক্লোরাইড।

5। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে কোন অ্যাসিড, AgNO3 এর সঙ্গে বিক্রিয়ায় অধঃক্ষেপ পড়ে - হাইড্রোক্লোরিক অ্যাসিড।

6। কার মধ্যে সমযােজী ত্রিবন্ধন দেখা যায় নাইট্রোজেন।

7। আলাের পরিমাণের একক কী -ল্যাক্স।

8। বৈদ্যুতিক টানের পরিমাণের একক কী- ভােল্ট।

9। অ্যালুমিনিয়ামের উৎস কী – বক্সাইট, গিবসাইট, | ক্রায়ােলাইট, ডায়াস্ফোর, স্পাইনেল, ফেলষ্পর ও কেওলিন।

10। প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন এক্সচেঞ্জ কে আবিষ্কার করেন - অ্যালমন ব্রাউন স্ট্রওজার (১৮৮৯ সালে)।

11। প্রথম কে আটলান্টিকের ওপারে বেতার সঙ্কেত পাঠান - বিজ্ঞানী মার্কণি (১৯০১ সালে)।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292