Target The Job (Exam Suggestion)

TARGET THE JOB

❇স্মলপক্সের টিকা কে আবিষ্কার করেন? 👉এডওয়ার্ড জেনার
❇চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গ কোনটি? 👉ফ্লোয়েম কোশ
❇সোনেরা 64 গিরিজা প্রভৃতি কী?👉 উচ্চফলনশীল গমের প্রকারভেদ
❇Radioactivity - র আবিষ্কারক কে? 👉হেনরি বেকারেল (Henri Becquerel)
❇নিউক্লিয়াসকে ঘিরে কটি মেমব্রেন থাকে? 👉2টি
❇বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম কী? 👉এক্সোস্ফিয়ার
❇হৃদস্পন্দন লিপি কী? 👉ECG বা ইলেক্ট্রো কার্ডিওগ্রাম
❇সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোয়? 👉সবুজ আলোয়
❇ব্ল্যাক ফুট রোগ কীসের সংস্পর্শে হয়?👉 আর্সেনিক
❇গুরুমস্তিষ্কের অন্তরভাগকে কী বলে? 👉সেরিব্রাল মেডুলা
❇খাবার সোডার রাসায়নিক নাম কী?👉 সোডিয়াম বাই কার্বনেট
❇সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে?👉 কার্বন ডাই অক্সাইড
❇পর্যায় সারণির (Periodic Table) আবিষ্কারক কে? 👉দিমিত্রি মেন্ডেলিভ
❇স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত? 👉আমেদাবাদ
❇সর্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে? 👉O গ্রুপের রক্তকে
❇সাদা বিষ (White Poison) কাকে বলা হয়? 👉চিনি
❇রেটিনল বলতে কোন ভিটামিন বুঝি? 👉ভিটামিন A
❇CNG পুরো কথা কী? 👉কম্প্রেসড ন্যাচারাল গ্যাস
❇কোশে কটি ক্রোমোজ়োম থাকে? 👉23 জোড়া
❇স্টিলস ডিজিজ় কী? 👉ছোটোদের আর্থারাইটিস
❇রিং শব্দটি কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত? 👉বক্সিং,কুস্তি
❇নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? 👉দাবা
❇কিনান স্টেডিয়াম কোথায়? 👉জামশেদপুর
❇গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায়? 👉কানপুর
❇গল্ফ খেলার মাঠ বা ক্রীড়াক্ষেত্রকে কী বলে? 👉গল্ফকোর্স
❇টোটো উপজাতি কোন রাজ্যে বাস করে? 👉পশ্চিমবঙ্গে
❇লেডি উইথ দা ল্যাম্প কাকে বলা হয়? 👉ফ্লোরেন্স নাইটিঙ্গেল
❇ফাদার অফ পিঙ্ক রেভলিউশন কাকে বলা হয়? 👉দুর্গেশ প্যাটেল
❇ডায়মন্ড (Diamond) শব্দটি কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত? 👉বেসবল
❇IT অ্যাক্ট কত সালে পাশ হয়? 👉2000 সালে

1. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ) আয়নো স্তর থেকে I
2. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও I
উঃ) ধানের খড় I
3. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?
উঃ) 1:2,50,000
4. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখ I
উঃ) পেরাম্বুর I
5. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?
উঃ) হিমরেখা I
6. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখ I
উঃ) হিমাচল প্রদেশ I
7. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?
উঃ) লোয়েস I
8. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?
উঃ) নাইট্রোজেন I
9. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ) সিয়াচেন I
10. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?
উঃ) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে I
11. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উঃ) স্তূপ পর্বত I
12. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উঃ) মরু মাটিতে I
13. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?
উঃ) গম I
14. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?
উঃ) উত্তর ভারতে I
15. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?
উঃ) পশ্চিমবঙ্গে I
16. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
উঃ) পর্যায়ন I
ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয় ?
উঃ) ঘন লাল (Dark Red) I
18. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উঃ) পলিমৃত্তিকা I
19. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ) আনাইমুদি I
20. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?
উঃ) মন্থকূপ I
21. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে ?
উঃ) 1911 সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিঃমিঃ গতিপথে ৷

*Awards and general knowledge*

রাজীব গান্ধী ন্যাশনাল সদভাবনা অ্যাওয়ার্ড -- গোপালকৃষ্ণ গান্ধী।
আউটস্টান্ডিং পার্লিয়ামেন্টারিয়ান অ্যাওয়ার্ড -- ভারতরুহারী মাহতাব।
ওয়ার্ল্ড হেলথ অর্গানিজশন (WHO ) ওয়ার্ল্ড নো টোবাকো ডে ২০১৭ অ্যাওয়ার্ড -- SK .অরোরা।
দা গেম চেঞ্জর অফ দা ইয়ার -- ইন্দ্রা নুয়ী।
Shalaka সন্মান , Highest Honor of Hindi Sahitya Academy -- জাভেদ আকতার।
The Hindu Playwright Award 2018 -- Annie Zaide.
AIFF Award Winner : player of the year -- সুনীল ছেত্রী।
AIFF Award Winner : women player of the year -- কামালা দেবী।
রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী ২০১৮ - ভারত ভাটোয়ানী ও সোনাম ওয়াংচুক ( ভারত থেকে )
মোহন বাগান "রত্ন " the highest honor of Mohan Bagan club" -- প্রদীপ চৌধুরী।
"British Indian of the Year" -- ৮ বছরের ভারতীয় বংশউদ্ভোত স্কুলবয় "ঈশ্বর শর্মা "
GOLDEN MAN BOOKER PRIZE WINNER -- MICHAEL ONDAATJE .
দা ন্যাশনাল কালিদাস সন্মান -- এলা মেনন।
ICC CRICKET HALL OF FAME 2018 -- রাহুল দ্রাবিড়।
'SANTOKBAA Humanitarian অ্যাওয়ার্ড '-- কৈলাশ সত্যার্থী।
IIFA অ্যাওয়ার্ড ফর অউটস্টান্ডিং অ্যাচিভমেন্ট honour ইন ইন্ডিয়ান সিনেমা -- অনুপম খের।
The Pulitzer prize in music for his album "Damn" -- Kendrick Lamer .
Japan's Prestigious "Nikkei Asia Prize" -- বিন্দেশ্বর পাঠক।
ফেমিনা মিস ২০১৮ -- anukreethy vas .
"The Chief Minister of the Year" award -- Vasundhara Raje .
সরস্বতী সন্মান ২০১৭ -- সিতাংশু যশচন্দ্র।
পিসি চন্দ্র পুরস্কার -- আশা ভোসলে।
Annual women economic forum ২০১৮ অ্যাওয়ার্ড -- নিশা ভাল্লা।
স্বরা মুরলি অ্যাওয়ার্ড -- লতা মঙ্গেশকর।
DRDO লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০১৭ -- VK.সারস্বত।
শ্রী জয়দেব রাষ্ট্রীয় যুবা প্রতিভা পুরস্কার ২০১৮ -- অনিন্দিতা আনাম।লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন দা অ্যানুয়াল"রেডলিংক" অ্যাওয়ার্ড -- মার্ক তুললি।
The Palme d'or. kore-eda award -- japanese director Hirokazu Kore-eda.
Prestigious T.K.Ramanathan award -- প্রাজ্ঞেস গুননেস্বরণ।ইউরোপিয়ান গোল্ডেন shoes ফর ৫ টাইমস -- লিওনেল মেসি।

Man Booker International prize for her novel "Flights' -- ওলগা টোকারসিজুক।
নারী শক্তি পুরস্কার ২০১৭ -- INSV তারিণী টীম , নিউ দিল্লী।
পদ্ম ভূষণ অ্যাওয়ার্ড ২০১৮-- মাহেন্দ্র সিং ধোনি।
দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৮ -- অনুষ্কা শর্মা
দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০১৮ -- বিনোদ খান্না।
রাজ্ কাপুর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০১৮ --ধর্মেন্দ্র।
৬৫তম জাতীয় চলচিত্র পুরস্কার BEST ACTOR -- ঋদ্ধি সেন। (নগর কীর্তন সিনেমার জন্য )
৬৫তম জাতীয় চলচিত্র পুরস্কার BEST ACTRESS -- শ্রীদেবী (MOM )
৬৫তম জাতীয় চলচিত্র পুরস্কার BEST FILM -- ভিলেজ রকস্টার (অসমীয়া )
৬৫তম জাতীয় চলচিত্র পুরস্কার BEST DIRECTOR -- জয়রাজ (ভ্যানকম )
THE ABEL PRIZE ২০১৮ -- রবার্ট ল্যাংল্যান্ডস।
সাহিত্য একাডেমি ভাষা সন্মান অ্যাওয়ার্ড -- শেষ আনন্দ মধুকর।
Yash Chopra মেমোরিয়াল অ্যাওয়ার্ড -- আশা ভোসলে।
।অস্কার অ্যাওয়ার্ড ২০১৭-১৮
BEST ACTOR -- GARY OLDMANBEST SUPPORTING ACTOR -- SAM ROCKWELL
BEST ACTRESS -- FRANCES McDORMAND
BEST SUPPORTING ACTRESS -- ALLISON JANNEY .
BEST DIRECTOR -- GUILLERMO DEL TORO.
BEST FILM-- THE SHAPE OF Water

★প্রশ্নঃ সূর্য কিরনের দ্বারা রোগের চিকিৎসাকে কি বলে??
উত্তরঃ হেলিওথেরাপি
★প্রশ্নঃ বিশ্বের প্রথম ক্যামেরা
উত্তরঃ পিনহোল ক্যামেরা
★প্রশ্নঃ জলে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা কত?
উত্তরঃ ০.০১ মি.গ্রা/লি.
★প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দুর্লভ মৌল?
উত্তরঃ Astatine (পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম এস্টাটাইন আছে।)
★প্রশ্নঃ পৃথীবির সবচেয়ে মূল্যবান ধাতু?
উত্তরঃ রোডিয়াম
★প্রশ্নঃ বায়ুমণ্ডলের শতকরা কতভাগ অক্সিজেন শুধুমাত্র আমাজন রেইন ফরেস্টের মাধ্যমেই উৎপন্ন হয়?
উত্তরঃ প্রায় ২০ % অক্সিজেন
★প্রশ্নঃ কোন ধাতু জলে ভাসে?
উত্তরঃ সোডিয়াম
★প্রশ্নঃ কোষের মস্তিষ্ক বলা হয়?
উত্তরঃ নিউক্লিয়াসকে
★প্রশ্নঃ আমাদের ছায়াপথে নক্ষত্র রয়েছে?
উত্তরঃ প্রায় 20 হাজার কোটি
★প্রশ্নঃ মহাবিশ্বে এ পর্যন্ত ছায়াপথের সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ প্রায় 10 কোটি
★প্রশ্নঃ মহাকাশের উল্লেখযোগ্য পদার্থ কোনটি?
উত্তরঃ পৃথিবী
★প্রশ্নঃ হেলির ধুমকেতু কত বছর পর পর দেখা যায়?
উত্তরঃ ৭৫- ৭৬ বছর
★প্রশ্নঃ হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা যায়?
উত্তরঃ ১৯৮৬ সালে (আবার আসবে ২০৬১ সালে)

• বেশির ভাগ প্রাণীর দেহে যত ভাগ জল থাকে- 80%।
• ফুসফুসহীন একটি প্রাণী মাছ।
• কৃত্রিমভাবে মৌমাছির চাষ- এপিকালচার।
• কাঁকড়া, চিংড়ি প্রভৃতির সরঞ্জক-তামাঘটিত।
• শব্দ করা পতঙ্গদের বলে বিটিলস।
• পেনিসিলিন তৈরি হয় ছত্রাক থেকে।
• দেহের ভারসাম্য রক্ষা করে অ্যাম্পুলা এবং অর্ধবৃত্তাকার নালি সেরিবেলাম (পরাং মস্তিক)
• সুগঠিত নিউক্লিয়াসযুক্ত লোহিত রক্তকণিকা থাকে উটের এবং লামার।
• যে স্তন্যপায়ী ডিম পাড়ে ডাকবিল্ড প্লাটিপাস।
• হরমোন থাকে না— ব্যাক্টেরিয়ার দেহে।
• নীল রঙের রক্ত পাওয়া যায়—হর্স সু ক্রাবের দেহে।
• রেশম মথের গুটিকে বলে— কোকুন।
• অঙ্গুরীমাল প্রাণীদের রক্তের রং সবুজ, রঞ্জক পদার্থ লৌহঘটিত ক্লোরোইন্স।
• মানুষের শরীরে যে পরজীবী বাস করে টিনিয়া সোলিয়াম (ফিতে কৃমি)।
• শিশু জন্মানোর পর মাতৃদুগ্ধের প্রথম অংশ ক্লোলস্ট্রাম খাওয়ানোর দরকার, কারণ এতে থাকে অ্যান্টিবডি।
• বাদুড়ের ডানা প্রকৃতপক্ষে পরিবর্তিত অগ্রপদ।
• যে প্রাণীদের জীবন্ত জীবাশ্মা বলে- পেরিপেটাস।
• পাখির মধ্যমস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে পাখি উড়তে পারে না।
• মিউল বা খচ্চর (Mule) যে প্রাণীদের সংকরায়নের ফলে তৈরি- পুরুষ ঘোড়া এবং মেয়ে গাধা।
• ফিতেকৃমির জীবনচক্র-- প্রোগ্লোটিড > অঙ্কোস্ফিয়ার > পিগ > ব্লাডার > কৃমি > মানুষ।
• যাদের দেহে রক্ত থাকে না—হাইড্রা, এদের দেহে প্রথম সংবহন তন্ত্র দেখা যায়।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292