The highest statue in the world is "Statue of Unity"

১. বিশ্বের উচ্চতম মূর্তি – স্ট্যাচু অব ইউনিটি

২. উচ্চতা – ১৮২ মিটার ( স্ট্যাচু অব লিবাটি-র দ্বিগুণ)

৩. মোট উচ্চতা – ২৪০ মিটার  (মূর্তির ১৫৩ মিটার উচ্চতায় রয়েছে গ্যালারি,যেখানে একসঙ্গে ২০০ জন যেতে পারবেন)

৪. মূর্তিটি তৈরী করতে খরচ হয়েছে - ২৯৯০ কোটি টাকা

৫. মূর্তি তৈরিতে দৈনিক কাজ করত - ৩,৪০০ জন শ্রমিক

৬. মূর্তি তৈরিতে ব্যবহিত হয়েছে - ২২,৫০০ মেট্রিক টন সিমেন্ট;১৮.৫ লক্ষ কেজি ব্রোঞ্জ ক্ল্যাডিঙ;১৮,৫০০টন স্টিল রড ও ৫৭০০ মেট্রিক টন স্টিল

৭. কোন সংস্থা এটি নির্মান করেছে – লার্সন এন্ড টর্বো এবং সর্দার সরোবরের নর্মদা নিগম লি:

৮. স্থপতি কে – রাম ভনজি সুতার

৯. কোথায় নির্মিত হল – গুজরাটের কেভাদিয়া শহরে

১০. মূর্তিটি কার – সর্দার বল্লভভাই প্যাটেল –এর

১১. তিনি কে ছিলেন – ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রথম উপপ্রধান মন্ত্রী

১২. কে তাকে “সর্দার” আখ্যা দেন – মহাত্মা গান্ধী

১৩. তাকে আর কি কি আখ্যা দেওয়া হয় – ভারতের বিসমার্ক ও ভারতের লৌহমানব

১৪. তার জন্মদিন কবে – ৩১ শে অক্টেবর

১৫.তার জন্মদিন কি দিবস হিসাবে পালন করা হয় – রাষ্ট্রীয় একতা দিবস

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292