Geography GK Suggestion (Part-72)

1. পাত্ৰাতু-জপেলা শিল্প অঞ্চলটি কোন শিল্পাঞ্চলে অবস্থিত ? 
Ans. ছােটনাগপুর শিল্পাঞ্চলে ।

2. দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ?
Ans. ঝাড়খন্ড।

3. প্লাস্টিক শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে ?
Ans. কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল(দাক্ষিণাত্য)

4. গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ans. গােরক্ষনাথ।

5. সিন্ধুনদের সিয়ােক উপনদীটি কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ?
Ans. রিমাে।

6. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ?
Ans. জেমু।

7. সর্দার সরােবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans. গুজরাট।

8. নল সরােবর কীসের অভয়ারণ্য ?
Ans. পক্ষী অভয়ারণ্য।

9. ভারতের বৃহত্তম পেট্রোলিয়ায় কমপ্লেক্সটি কোথায় অবস্থিত ?
Ans. বরােদা।

10. ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা (আমূল) গুজরাট রাজ্যের কোন স্থানে অবস্থিত ?
Ans. আনন্দ ও হিম্মত নগর।

11. 'অলিফিন কমপ্লেক্স’ কোন শিল্পের জন্য বিখ্যাত ?
Ans. পেট্রোকেমিক্যালশিল্প।

12. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম কী ?
Ans. সহ্যাদ্রি।

13. ভীমা, কয়লা ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী?
Ans. কৃষ্ণা।

14. প্রবর, মিকণা, পূর্ণা কোন নদীর উপনদী ?
Ans. গােদাবরী।

15. ঔষধশিল্পে ভারতে প্রথম কোন অঞ্চলের প্রাধান্য রয়েছে ?
Ans. কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292