Geography GK Suggestion (Part-74)

1. বিশ্বে চিনির ভান্ডার বলে পরিচিত কোন দেশ?
Ans. কিউবা।

2. 'পুছমপাড় বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. গােদাবরী।

3. মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে ?
Ans. কেরালা।

4. ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি?
Ans. মধ্যপ্রদেশ।

5. সূর্যের শক্তির উৎস কি ?
Ans. নিউক্লিয়ার ফিউশন।

6. আন্তর্জাতিক পর্যটন দিবস কবে পালিত হয় ?
Ans. 17 ই সেপ্টেম্বর।

7. স্টিফেন হকিংয়ের উপর তৈরি বায়ােপিক কি?
Ans. দ্য থিয়ােরি অফ এভরিথিং।

8. ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
Ans. মহারাষ্ট্র

9. কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian standard Time) নির্দেশ করেছে ?
Ans. ৮২.৫° পূর্ব দ্রাঘিমা

10. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?
Ans. সপ্তম

11. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?
Ans. ভারত ও শ্রীলঙ্কা

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292