Geography GK Suggestion (Part-76)

1. কোন্ দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডাের অবস্তিত ?
Ans. ভারত ও বাংলাদেশ

2. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ?
Ans. আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ

3. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি ?
Ans. লাক্ষাদীপ।

4. ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ?
Ans. সিকিম

5. ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ? [২০১১ জনগণনা অনুযায়ী]
Ans. বিহার

6. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?
Ans. অরুণাচল প্রদেশ

7. ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. ভুটান

8. ভারতের সহযােগিতায় কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে ?
Ans. ভুটান


9. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে ?
Ans. শ্রীলঙ্কা

10. ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি?
Ans. গডউইন অস্টিন

11. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
Ans. আরাবল্লী।

12. জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযােগ রক্ষা করেছে ?
Ans. শ্রীনগর ও লে।

13. নাথুলা পাস কোথায় অবস্থিত ?
Ans. সিকিমে

14. রেটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans. হিমাচলপ্রদেশ

15. যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?
Ans. যমুনােত্রী।

16. ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
Ans. কাঞ্চনজঙ্ঘা

17. নামচাবারওয়া কোন পর্বতশ্রেণীর সবাের্চ শৃঙ্গ?
Ans. হিমাদ্রি

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292