Geography GK Suggestion (Part-80)

1. আকরিক লৌহ উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. কর্ণাটক

2. বিশ্বের বৃহত্তম লৌহখনি কোথায় অবস্থিত ?
Ans. বিহারের চিরিয়াতে।

3. কোন দেশে ভারত সবচেয়ে বেশী আকরিক লৌহ রপ্তানী করে ?
Ans. জাপানে

4. অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন কত সালে স্থাপিত হয় ?
Ans. ১৯৫৫ সালে

5. ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি ?
Ans. বােম্বে হাই

6. ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য কোনটি ?
Ans. আসাম।

7. বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. ওড়িশা

8. অভ্র উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম।

9. অভ্র উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. বিহার।

10. ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম।

11. অরুনাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
Ans. নামচারবাওয়া।

12. টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
Ans. লিওপারগেল।

13. পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
Ans. নাঙ্গা পর্বত।

14. মধ্য হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
Ans. মাউন্ট এভারেস্ট।

15. পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
Ans. কাঞ্চনজঙ্ঘা।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292