Geography GK Suggestion (Part-81)

1. পশ্চিম হিমালয় কয় ভাগে বিভক্ত ও কি কি?
Ans.৩ ভাগে- কাশ্মীর হিমালয়, পাঞ্জাব ও হিমাচল হিমালয়, কুমায়ুন হিমালয়।

2. পশ্চিম হিমালয়ের প্রধান গিরিপথ গুলি কি কি?
Ans. বানিহাল, জোজিলা, পীরপঞ্জাল, কারাকোরাম।

3.কোন দুই পর্বতশ্রেণির মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত?
Ans. জাস্কর ও পীরপঞ্জাল।

4. কাশ্মীর হিমালয়ের প্রধান পর্বতশ্রেণি কোনটি?
Ans. জাস্কর ও পীরপঞ্জাল।

5. পাঞ্জাব ও হিমাচল হিমালয়ের প্রধান পর্বতশ্রেণি কোনটি?
Ans. ধৌলাধর।

6. কোন হ্রদকে কাশ্মীরের রত্ন বলা হয়?
Ans. ডাল লেক।

7. পূর্ব হিমালয় কয় ভাগে বিভক্ত ও কি কি?
Ans. তিন ভাগে – সিকিম-দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয়, অরুনাচল হিমালয়।

8. সিকিম-দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
Ans. কাঞ্চনজঙ্ঘা।

9. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
Ans. সন্দাকফু (সিকিম-দার্জিলিং হিমালয় পর্বত)।

10. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
Ans. কাঞ্চনজঙ্ঘা (8,598m)।

11. সিকিম-দার্জিলিং হিমালয়ের প্রধান হিমবাহ কোনটি?
Ans. জেমু।

12. সিকিম-দার্জিলিং হিমবাহের প্রধান গিরিপথ গুলি কিকি?
Ans. নাথুলা, বুমলা।

13. ভুটান হিমালয়ের প্রধান পর্বতশ্রেণি কোনটি?
Ans. মাসাংকিংডু।

14. ভুটান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
Ans. চমােলারী।

15. ভুটান হিমালয়ের প্রধান গিরিপথ গুলি কিকি?
Ans. লিংসিলা, ইউলিলা।

16. অটোয়া (কানাডা) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. সেন্ট লরেন্স।

17. আগ্রা (ভারত) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. যমুনা।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292