Geography GK Suggestion (Part-83)

1. ফিলাডেলফিয়া (যুক্তরাষ্ট্র) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. ডিলাওয়ারি।

2. বাগদাদ (ইরাক) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. টাইগ্রীস।

3. বার্লিন (জার্মানী)কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. স্প্রি।

4. বুদাপেস্ট ( হাঙ্গেরী) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. দানিউব।

5. বুয়েনস আয়ারস (আর্জেন্টিনা) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. প্লাটা

6. ব্যাংকক (থাইল্যান্ড) কোন নদীর তীরে অবস্থিত?
Ans. মিনাম।

7. বসরা (ইরাক) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. টাইগ্রীস।

8. বেলগ্রেড (যুগােশ্লেভিয়া) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. দানিউব।

9. বন (জার্মানী) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. রাইন।

10. ব্রিস্টল (ইংল্যান্ড) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. এডন।

11. ভিয়েনা (অষ্ট্রিয়া)কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. দানিউব।

12. মস্কো (রাশিয়া) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. মস্কভ।

13. মাদ্রিদ (স্পেন) কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. মানজানেরে ।

14. মন্ট্রিল (কানাডা) কোন নদীর তীরে অবস্থিত?
Ans. সেন্ট লরেন্স।

15. রােম (ইতালী) কোন নদীর তীরে অবস্থিত?
Ans. টিবের।

16. লন্ডন (ইংল্যান্ড) কোন নদীর তীরে অবস্থিত?
Ans. টেমস।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292