Geography GK Suggestion (Part-85)
1. চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
2. তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. রাজামুন্দ্রি |
3. ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. কটক (ওড়িশা), চুঁচুড়া (পঃবঃ) |
4. গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. পুসা (দিল্লী)
5. কলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. তিরুচি
6. তুলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. নাগপুর
7. মিলেট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. যােধপুর ও হায়দ্রাবাদ
8. বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. ভােপাল (মধ্যপ্রদেশ), পুণে (মহারাষ্ট্র), বেলেঘাটা (পঃবঃ), ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
9. চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. নেলাের
10. ভারতীয় দুগ্ধ নিগম কোথায় অবস্থিত?
Ans. আনন্দ। (গুজরাট)
11. জাতীয় মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. কালিকট (কেরালা)
12. আন্তর্জাতিক বাগিচা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. ব্যাঙ্গালুরু
13. ভারতের একটি স্থানীয় বায়ুর উদাহরণ-
Ans. লু।
14.মৌসুমি বিস্ফোরণ হয়-
Ans. গ্রীষ্মকালে।
15.আশ্বিনের ঝড় হয় –
Ans. শরৎকালে।
16. মৌসুমি কথার অর্থ –
Ans. ঋতু।
17. উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রকৃতপক্ষে
Ans. উত্তরপূর্ব আয়ন বায়ু।
17. পর্বতের অনুবাতলে কমবৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে কি বলে?
Ans. বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।
18. দক্ষিন ভারতে গ্রীষ্মকালে বজ্রবিদ্যুত সহ যে বৃষ্টিপাত হয় তাকে কি বলে?
Ans. আম্রবৃষ্টি বলে।
19. লাদাখ ভারতের একটি শীতল মরু-মালভূমির উদাহরণ।
20. ভারতের একটি পােল্ডার ভূমি অঞ্চলের নাম কী?
Ans. সুন্দরবন।
21. লবণ উৎপাদনে কোন রাজ্য প্রথম?
Ans. গুজরাট।
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292