Geography GK Suggestion (Part-86)
1. কোন স্তরে সমস্থিতিক ভারসাম্য অধিষ্ঠিত ?
Ans. অ্যাস্থেনােস্ফিয়ারে।
2. ভূকেন্দ্রে পৃথিবীর উষ্ণতা কত ?
Ans. ৪০০০ ডিগ্রি সেন্টিগ্রেড।
3. পৃথিবীতে তপ্ত বিন্দুর (Hot Spot) সংখ্যা কত ?
Ans. 21 টি।
4. কে সর্বপ্রথম প্রতিবিধানতলের কল্পনা করেন ?
Ans. লিওনার্দো-দ্য-ভিঞ্চি (খ্রিস্টীয় 15 শতক)।
5. একটি থােলয়েডের উদাহরণ দাও।
Ans. ক্যারিবিয়ান সাগরের ম্যাটার্ণিক দ্বীপের মাউন্ট পিলি।
6. ন্যুয়ে অর্দেন্তির গতিবেগ কত ?
Ans. 40-50 মিটার/সেকেন্ড।
7. 'কোপজে হল ভেঙ্গে পড়া মরুস্তম্ভ'- কার উক্তি?
Ans. ভূবিজ্ঞানী এম.এফ.থমাস।
8. ওপেল কীরূপ পাললিক শিলা?
Ans, অসংহাত জাত।
9. ইউরােপীয় ও ভারত উপদ্বীপিয় পাত সীমান্ত কীরূপ পাত সীমান্তের উদাহরণ ?
Ans. অভিসারী।
10. সামগ্রিক ভাবে ঢাল কয় প্রকারের হয় ?
Ans. পাঁচ প্রকারের।
11. মৃত্তিকা বিজ্ঞানী CFS Sharp (1938) বিসর্পণ কে কয় ভাগে ভাগ করেন ?
Ans. পাঁচ ভাগে।
12. ভূমি ভাস্কর্যের কত শতাংশ নদীর স্বাভাবিক কার্য দ্বারা সাধিত হয় ?
Ans. 70 শতাংশ।
Ans. অ্যাস্থেনােস্ফিয়ারে।
2. ভূকেন্দ্রে পৃথিবীর উষ্ণতা কত ?
Ans. ৪০০০ ডিগ্রি সেন্টিগ্রেড।
3. পৃথিবীতে তপ্ত বিন্দুর (Hot Spot) সংখ্যা কত ?
Ans. 21 টি।
4. কে সর্বপ্রথম প্রতিবিধানতলের কল্পনা করেন ?
Ans. লিওনার্দো-দ্য-ভিঞ্চি (খ্রিস্টীয় 15 শতক)।
5. একটি থােলয়েডের উদাহরণ দাও।
Ans. ক্যারিবিয়ান সাগরের ম্যাটার্ণিক দ্বীপের মাউন্ট পিলি।
6. ন্যুয়ে অর্দেন্তির গতিবেগ কত ?
Ans. 40-50 মিটার/সেকেন্ড।
7. 'কোপজে হল ভেঙ্গে পড়া মরুস্তম্ভ'- কার উক্তি?
Ans. ভূবিজ্ঞানী এম.এফ.থমাস।
8. ওপেল কীরূপ পাললিক শিলা?
Ans, অসংহাত জাত।
9. ইউরােপীয় ও ভারত উপদ্বীপিয় পাত সীমান্ত কীরূপ পাত সীমান্তের উদাহরণ ?
Ans. অভিসারী।
10. সামগ্রিক ভাবে ঢাল কয় প্রকারের হয় ?
Ans. পাঁচ প্রকারের।
11. মৃত্তিকা বিজ্ঞানী CFS Sharp (1938) বিসর্পণ কে কয় ভাগে ভাগ করেন ?
Ans. পাঁচ ভাগে।
12. ভূমি ভাস্কর্যের কত শতাংশ নদীর স্বাভাবিক কার্য দ্বারা সাধিত হয় ?
Ans. 70 শতাংশ।
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292