History GK Suggestion (Part-63)

1. বঙ্গ-ভঙ্গ রদ করার সময় কোন ভাইসরয় সুপারিশ করেন ?
Ans. লর্ড হার্ডিঞ্জ।

2. বঙ্গ-ভঙ্গ রদ হয় কোন সালে?
Ans. ১৯১১ সালে।

3. উপ-মহাদেশের ভবিষ্যত সংবিধানের খসড়া তৈরীর জন্য কোন কমিশন গঠিত হয়?
Ans. ১৯০৭ সালে, সাইমন কমিশন।

4. গুলবদন বেগম কোন বই লেখেন?
Ans. হুমায়ূন নামা - হুমায়ূনের রাজত্বের ইতিহাস।

5. আবুল ফজল কোন গ্রন্থ লেখেন -
Ans. আইন-ই আকবরি -আকবরের রাজত্বের বিবরণ

6. আবুল ফজল কি বই লেখেন -
Ans. আকবর নামাহ - আকবরের রাজত্বের বিবরণ

7. বাদাউনি কি বই লেখেন? -
Ans. মুস্তাখাব-ই তুয়ারিখ - আকবরের রাজত্বের বিবরণ

8.মােল্লা দাউদ কি বই লেখেন? -
Ans. তওয়ারিখ-ই-আলফি - আকবরের রাজত্বের বিবরণ

9. নিজামউদ্দিন আহমেদ কি গ্রন্থ লেখেন? -
Ans. তকবত-ই-আকবরি - আকবরের রাজত্বের বিবরণ

10. জাহাঙ্গির কি গ্রন্থ লেখেন? -
Ans. তুজুক-ই-জাহাঙ্গির - জাহাঙ্গিরের আত্মজীবনী

11. মুতামদ খান কি গ্রন্থ লেখেন? -
Ans. ইকবাল নামাহ - জাহাঙ্গিরের রাজত্বকাল বিষয়ক

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292