History GK Suggestion (Part-64)

1. আবদূর হক কোন গ্রন্থ লেখেন?
Ans. নরিয়া-ই-সুলতানিয়া- মুঘল রাজতন্ত্রের তত্ব

2. আব্দুল হামীদ লাহরী কোন গ্রন্থ লেখেন -
Ans. পাদশাহনামা - শাহজাহানের রাজত্বকালের বিবরণ

3. তনায়েত খান কোন গ্রন্থ লেখেন?
Ans. শাহজাহান নামাহ-শাহজাহানের রাজত্বকালের বিবরণ

4. মহম্মদ সালাহ কোন গ্রন্থ লেখেন?
Ans. শাহজাহান নামাহ - শাহজাহানের রাজত্বকালের বিবরণ

5. দারাশিকো কি লেখেন?
Ans. সাফিনাথ-উল-আওলিয়া-সুফি সাধকের জীবনী, উপনিষদের ভাষান্তর।

6. দারা শিকো কি লেখেন?
Ans. হাসানাথ উল আফিরিন-লেখকের ধর্ম ও দর্শনগত তত্ব

7. ঔরঙ্গজেব রচয়িতা গ্রন্থ কি?

Ans. রাকাত-ই-আলমগিরী - ঔরঙ্গজেবের চিঠি সংগ্রহ

8. কাফিখান কি গ্রন্থ লেখেন?
Ans. মুস্তাখাব-উই লুবাব - ঔরঙ্গজেবের রাজত্বকালের ইতিহাস

9. মহম্মদ কাজিম কি রচনা করেন?
Ans. আলমগীর নামাহ- ঔরঙ্গজেবের রাজত্বকালের ইতিহাস

10. ওয়াকিব খান জাফর কি লেখেন?
Ans. নামাহ-ই-আলমগিরী - ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্বন্ধে

11. অশ্বঘােষের রচিত গ্রন্থের নামগুলি কী কী?
Ans. বুদ্ধচরিত, সৌন্দরনন্দ, বজ্ৰসূচী, সারি পুত্ত প্রকরণ।

12. নাট্যশাস্ত্র গ্রন্থের লেখক কে ?
Ans. ভরত।

13. কুষাণযুগে দুইজন চিকিৎসকের নাম কী ?
Ans. চরক ও শুশ্রুত।

14. চরকসংহিতা কার রচনা?
Ans. চরক

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292