History GK Suggestion (Part-65)

1. সুশ্রুতসংহিতা গ্রন্থ কার রচনা?
Ans. সুশ্রুত।

2. নাগার্জুন প্রবর্তিত দর্শন কী নামে পরিচিত?
Ans. মাধ্যমিক সূত্র।

3. শূন্যবাদের প্রবর্তক কে?
Ans. নাগার্জুন।

4. নাগার্জুন রচিত দুইটি গ্রন্থের নাম কী ?
Ans. সুহ্রল্লেখ, ও মূলমধ্যমকশাস্ত্র।

5. মহাবিভাষ্য কার রচনা?
Ans. বসুমিত্র।

6. কুষান যুগে কোন দুই শিল্প রীতির আবির্ভাব ঘটেছিল ?
Ans. মথুরা ও গান্ধার।

7. গান্ধার শিল্পরীতি কার রাজত্বকালে বিকশিত হয়েছিল ?
Ans. প্রথম কনিষ্ক।

8. কলিঙ্গরাজ খারবেল কোন ধর্মের উপাসক ?
Ans. জৈন ধর্মের।

9. খারবেল কোন বংশের শাসক ?
Ans. চেত বা চেদি।

10. মহাক্ষত্ৰপ উপাধি কার?
Ans. ক্ষহরত শাখার নহপানের।

11. কার্দমক সম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
Ans. উজ্জয়নী।

12. কর্দমক বংশের শ্রেষ্ঠ শাসক কে ?
Ans. রুদ্রদামন ৷

13. কর্দমক বংশের প্রতিষ্ঠাতা কে ?
Ans. চষ্টন।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292