History GK Suggestion (Part-69)

1. প্রাক ঐতিহাসিক ভারতের জনক কাকে বলা হয়?
Ans. রবার্ট ব্রুস ফুটি কে ৷

2.  সিন্ধু সভ্যতার লোকদের মূল জীবিকা কি ছিল?
Ans. কৃষিকাজ

3. কোন শস্যের নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায় না?
Ans. আখ

4. সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না?
Ans. ঘোড়া

5. সিন্ধু সভ্যতার লোকেরা কোন কোন ধাতুর ব্যবহার জানত?
Ans. সোনা, রুপো, তামা, ব্রোঞ্জ

6. নিম্নলিখিত ধাতু গুলির মধ্যে মানুষ কোন ধাতুর ব্যবহার সর্বপ্রথম শেখে?
Ans. তামা

7. মানুষ কোন যুগ থেকে ফসল উৎপন্ন করতে শুরু করে?
Ans. মধ্য প্রস্তর যুগ

8. কোন অঞ্চল গুলির মধ্যে প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায়?
Ans. বেলান উপত্যাকা

9.  সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল?
Ans. নগর পরিকল্পনা

10.  নিম্নলিখিত স্থান গুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত ছিল না?
Ans. পাটালিপুত্র

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292