Science GK Suggestion (Part-85)

1। উৎসেচক অণু কীসের পলিমার - অ্যামাইনাে অ্যাসিড।

2। খাদ্য পরিপাক করার উৎসেচকগুলি কী প্রকৃতির - হাইড্রোলেজ।

3। উৎসেচক কী অবস্থায় কোশে অবস্থান করে - কোলয়ডীয়।

4। পেশীর অস্বাভাবিকতায় কোন উৎসেচকের মাত্রা বাড়ে - ক্রিয়েটিন ফসফোকাইনেজ।

5। লােহা কোন উৎসেচকের কো-ফ্যাক্টর হিসাবে কাজ করে। - সাইটোক্রোম অক্সিডেজ।

6। একটি টান দেওয়া তারের কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ কমাত্রিক – একমাত্রিক।

7। তরঙ্গের বিস্তারের সময় মাধ্যমের কোনাে কণা যে মুহূর্তে সাম্যাবস্থায় আসে, সেই সময় তার ক্ষেত্রে কোন রাশিটি শূন্য হয় - ত্বরণ।

8। স্থানুতরঙ্গে প্রতিটি কণার কোন ধর্মটি ধ্রুবক থাকে – বিস্তার।

9। একজন পর্যবেক্ষকের সাপেক্ষে একটি উৎস থেকে আসা তরঙ্গের ডপলার ক্রিয়া সংঘটিত হওয়ার শর্ত কী - আপেক্ষিক গতি।

10। ক্যাথােড রশ্মি কী-ইলেক্ট্রন কণার স্রোত।

11। কোন ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আলাের কোয়ান্টাম তত্ত্বের বদলে তরঙ্গতত্ত্বের প্রয়ােজন হয় – অপবর্তন।

12। একটি আদর্শ দীর্ঘ হাড়ের কটি অংশ-৬টি।

13। পরিণত মানুষের দেহে কটি হাড় থাকে- ২০৬ টি

14। দুই বা, তার বেশি হাড়ের সংযােগস্থলকে কী বলে - অস্থিসন্ধি বা, আর্টিকুলার জয়েন্ট।

15। করােটির নিচে থাকা গহুরকে কী বলে - মহাবিবর বা, ফোরামেন ম্যাগনাম।

16। পেশী কোশের সারকোপ্লাজমে যে অসংখ্য সূক্ষ্ম অণুদৈর্ঘ্য । সমান্তরাল প্রােটিনের তৈরি তন্তু সন্নিবিষ্ট থাকে তাদের কী বলে। -মায়ােফাইব্রিল।

17। অ্যাক্টিন ও মায়ােসিন কী – দুটি বিশেষ ধরণের পেশী প্রােটিন।

18। পেশীকোশের মায়ােফাইব্রিলের দুটি Z-line এর মাঝের অঞ্চলকে বলে - সারকোমিয়াম। 

19। মৃত্যুর বেশ কয়েক ঘন্টা পর পেশীতে যে কাঠিন্য দেখা দেয়, তাকে কী বলে – মরণসংকোচন বা, রাইগর মর্টিজ।

20। পেশীতন্ত্রর মায়ােফাইব্রিল অণুতন্তুর Aব্যান্ড মাঝের স্বচ্ছ অংশটিকে কী বলে - H'- band বা, হেনসেন রেখা।

21। হাড় কাকে বলে - স্থিতিস্থাপক নয় এমন রক্তবাহ সমম্বিত দৃঢ় ভারবাহী যােগকলাকে হাড় বলে 

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292