Science GK Suggestion (Part-86)

৫৬১। দেহ-কঙ্কালতন্ত্র কাকে বলে - অস্থি, তরুণাস্থি, কন্ডরা ও অস্থিবন্ধনী সহযােগে তৈরি করােটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর আর উর্ধ্বাঙ্গ ও নিম্নঙ্গ মিলিয়ে তৈরি দেহের অভ্যন্তরীণ কঠিন কাঠামাে কে।

৫৬২। অস্থিপেশী বা কঙ্কালপেশী কাকে বলে - যেসব রেখপেশী বা, ঐচ্ছিকপেশী কন্ডরা দিয়ে হাড়ের তৈরি কঙ্কালের সঙ্গে যুক্ত থাকে তাদের।

৫৬৩। মানুষের দেহের ওজনের কত শতাংশ হাড়ের পেশী – ওজনের প্রায় ৪০%।

৫৬৪। মানুষের দেহে আনুমানিক কতগুলি হাড়ের পেশী থাকে - প্রায় ৬৫৬টি।

৫৬৫। পেশীকলা কোথা থেকে উৎপন্ন হয় – প্রধানত ত্রিস্তরী প্রাণস্তরের মধ্যস্তর বা, মেসােডার্ম নামে কলাস্তর থেকে।

৫৬৬। হাড়ের আবরণীগুলির নাম কী – পেরিওস্টিয়াম ও এন্ডােস্ট্রিয়াম।

৫৬৭। পেশীকলার আবরণীগুলির নাম কী - এপিমাই সিয়াম, পেরি মাই সিয়াম ও এন্ডােমাইসিয়াম। 

৫৬৮। রেচন কাকে বলে – যে প্রক্রিয়ায় বিপাকজাত বর্জ পদার্থগুলি রেচনাঙ্গের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়।

৫৬৯। রেচনাঙ্গ কাকে বলে - যে সব অঙ্গের মাধ্যমে রেচন পদার্থগুলি দেহের বাইরে বেরিয়ে যায় তাদের একত্রে রেচনাঙ্গ বলে (যেমন : বৃক্ক, ত্বক, ফুসফুস ইত্যাদি)।

৫৭০। মানুষের দেহের রেচনাঙ্গগুলির নাম কী - একজোড়া বৃক্ক, একজোড়া ফুসফুস, যকৃৎ, স্বেদগ্রন্থি আর তৈলগ্রন্থি যুক্ত ত্বক, বৃহদন্ত্র ও ৩ জোড়া লালাগ্রন্থি।

৫৭১। মানুষের দেহে বিভিন্ন বিচারের মধ্যে কোনটি প্রধান ভূমিকা পালন করে প্রধান রেচনাঙ্গ হিসাবে ১জোড়া বৃক্ক ৭৫% বিপাকজাতবর্জ্য পদার্থ বের হতে সক্রিয় ভূমিকা নেয় ও অন্যান্যগুলি সাহায্যকারী রেচনাঙ্গ হিসাবে কাজ করে।

৫৭২। মানুষের দেহে দুটি বৃক্ক অবস্থান কী – একজোড়া সীমবীজ আকৃতির বৃক্ক শরীরের ভেতরের পিছনে দ্বাদশ বক্ষীয় কশেরুকা থেকে তৃতীয় কটি কশেরুকা পর্যন্ত ছড়িয়ে মেরুদন্ডের দুই পাশে পেরিটোরিনিয়াম পর্দা দিয়ে পৃষ্ঠ প্রাচীরে সংলগ্ন থাকে।

৫৭৩। বৃক্কীয় নাভি প্রতিটি বৃক্কের অবতল অংশের কেন্দ্রস্থলে থাকা খাঁজ।

৫৭৪। বৃক্কের (কিডনির) গঠনগত ও কার্যগত এককের নাম কী - নেফ্রন।

৫৭৫। প্রতিটি বৃকে নেফ্রনের আনুমানিক সংখ্যা কত - ১০০ লাখ

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292