Science GK Suggestion (Part-87)
1। প্রতিটি নেফ্রন ও দুটি বৃক্কে অবস্থিত সব নেফ্রনের গড় দৈর্ঘ্য কত-প্রতিটি নেফ্রনের প্রায় ৫ সেন্টিমিটার ও দুটি বৃক্কে সব নেফ্রনের গড় দৈর্ঘ্য প্রায় ১১০ কিলােমিটার।
2। নেফ্রন ক'টি অংশ নিয়ে গঠিত-এইদুটি অংশ নিয়ে ম্যালপিজিয়ান কণিকা ও বৃক্কীয় নালিকা।
3। মানুষের দেহ থেকে দৈনিক কী পরিমাণ মূত্র বের হয় মিশ্র খাদ্য গ্রহণকারী পূর্ণবয়স্ক সুস্থ ও স্বাভাবিক ব্যক্তির দেহ থেকে দৈনিক ১.৫ লিটার।
4। স্বাভবিক বিশ্রামরত অবস্থায় সুস্থ ব্যক্তির দেহ থেকে শ্বাসক্রিয়ায় প্রতিঘন্টায় কতটা কার্বন-ডাই-অক্সাইড, ও ২৪ ঘন্টায় কতটা জল বেরােয় - প্রতি ঘন্টায় নিঃশ্বাসের মাধ্যমে ১৮ লিটার কার্বন-ডাই-অক্সাইড গ্যাস ও প্রতি ২৪ ঘন্টায় প্রায় ৪০০ মিলিলিটার জল বাম্পাকারে দেহ থেকে বেরােয়।
5। ফুসফুসের মাধ্যমে দেহ থেকে কী কী বস্তু পরিত্যক্ত হয় - কার্বন-ডাই-অক্সাইড জলীয়বাষ্প, অ্যালকোহল, অ্যাসিটোন, অ্যামােনিয়া প্রভৃতি উদ্বায়ী বস্তু ও উদ্বায়ী তেল।
6। পূর্ণ বয়স্ক মানুষের দেহ ত্বকে স্বেদগ্রন্থির সংখ্যা কত – আনুমানিক ২০-৩০ লাখ।
7। শ্বেতগ্রন্থি কপ্রকার – এই দুপ্রকার উৎক্ষার বা এক্রিন গ্রন্থি ও অপক্ষরা বা, অ্যাপােক্রিন গ্রন্থি।
8। স্তন কী ধরনের গ্রন্থি – একরকম ই পরিবর্তিত দুগ্ধ ক্ষরণকারী অপক্ষরা স্বেতগ্রন্থি।
9। অবিদিত স্বেদ কাকে বলে - ঘর্মগ্রন্থির সক্রিয়তা ও সম্পর্কবিহীন অবস্থায় ত্বকীয় রক্তজালক থেকে ব্যাপন প্রক্রিয়ায় যে জল ই দেহানুভূতিহীনভাবে বাষ্প হয়ে সরাসরি দেহের বাইরে বেরােয় (প্রতিদিন প্রায় ৮০০ মি.লি.)।
10। মানুষের দেহ থেকে দৈনিক কত ঘাম বেরােয় – গড়ে ১ লিটার।
11। জনন কী - বংশবিস্তার ও প্রজাতির অস্তিত্ব রক্ষার প্রক্রিয়া।
12। গােনাডস কী - পুং জননকোশ ও স্ত্রী জননকোশ উৎপন্নকারী যৌন গ্রন্থিদ্বয়।
13। চাপের এস.আই. একক হল - পাস্কাল।
14। মানুষ সেলুলােজ পরিপাক করতে পারে না কিন্তু গরুরা পারে কারণ - তাদের পৌষ্টিকনালীতে উপস্থিত ব্যাকটিরিয়া এ কাজে সাহায্য করে।
15। গর্ভবতী মায়েরা বিকৃত সন্তান জন্ম দেয় -থালিডােমাইডের প্রভাবে।
16। ল্যারিংজাইটিস রােগে শরীরের যে অঙ্গ আক্রান্ত হয় - গলা
2। নেফ্রন ক'টি অংশ নিয়ে গঠিত-এইদুটি অংশ নিয়ে ম্যালপিজিয়ান কণিকা ও বৃক্কীয় নালিকা।
3। মানুষের দেহ থেকে দৈনিক কী পরিমাণ মূত্র বের হয় মিশ্র খাদ্য গ্রহণকারী পূর্ণবয়স্ক সুস্থ ও স্বাভাবিক ব্যক্তির দেহ থেকে দৈনিক ১.৫ লিটার।
4। স্বাভবিক বিশ্রামরত অবস্থায় সুস্থ ব্যক্তির দেহ থেকে শ্বাসক্রিয়ায় প্রতিঘন্টায় কতটা কার্বন-ডাই-অক্সাইড, ও ২৪ ঘন্টায় কতটা জল বেরােয় - প্রতি ঘন্টায় নিঃশ্বাসের মাধ্যমে ১৮ লিটার কার্বন-ডাই-অক্সাইড গ্যাস ও প্রতি ২৪ ঘন্টায় প্রায় ৪০০ মিলিলিটার জল বাম্পাকারে দেহ থেকে বেরােয়।
5। ফুসফুসের মাধ্যমে দেহ থেকে কী কী বস্তু পরিত্যক্ত হয় - কার্বন-ডাই-অক্সাইড জলীয়বাষ্প, অ্যালকোহল, অ্যাসিটোন, অ্যামােনিয়া প্রভৃতি উদ্বায়ী বস্তু ও উদ্বায়ী তেল।
6। পূর্ণ বয়স্ক মানুষের দেহ ত্বকে স্বেদগ্রন্থির সংখ্যা কত – আনুমানিক ২০-৩০ লাখ।
7। শ্বেতগ্রন্থি কপ্রকার – এই দুপ্রকার উৎক্ষার বা এক্রিন গ্রন্থি ও অপক্ষরা বা, অ্যাপােক্রিন গ্রন্থি।
8। স্তন কী ধরনের গ্রন্থি – একরকম ই পরিবর্তিত দুগ্ধ ক্ষরণকারী অপক্ষরা স্বেতগ্রন্থি।
9। অবিদিত স্বেদ কাকে বলে - ঘর্মগ্রন্থির সক্রিয়তা ও সম্পর্কবিহীন অবস্থায় ত্বকীয় রক্তজালক থেকে ব্যাপন প্রক্রিয়ায় যে জল ই দেহানুভূতিহীনভাবে বাষ্প হয়ে সরাসরি দেহের বাইরে বেরােয় (প্রতিদিন প্রায় ৮০০ মি.লি.)।
10। মানুষের দেহ থেকে দৈনিক কত ঘাম বেরােয় – গড়ে ১ লিটার।
11। জনন কী - বংশবিস্তার ও প্রজাতির অস্তিত্ব রক্ষার প্রক্রিয়া।
12। গােনাডস কী - পুং জননকোশ ও স্ত্রী জননকোশ উৎপন্নকারী যৌন গ্রন্থিদ্বয়।
13। চাপের এস.আই. একক হল - পাস্কাল।
14। মানুষ সেলুলােজ পরিপাক করতে পারে না কিন্তু গরুরা পারে কারণ - তাদের পৌষ্টিকনালীতে উপস্থিত ব্যাকটিরিয়া এ কাজে সাহায্য করে।
15। গর্ভবতী মায়েরা বিকৃত সন্তান জন্ম দেয় -থালিডােমাইডের প্রভাবে।
16। ল্যারিংজাইটিস রােগে শরীরের যে অঙ্গ আক্রান্ত হয় - গলা
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292