Science GK Suggestion (Part-89)

1। চোখের কোরয়েড রােধ করে বিচ্ছুরিত আলাের প্রতিফলন।

2। এক মিটারের কম দূরত্বে রাখা বস্তু যখন মানুষ দেখতে পায় না, তখন, সে যে রােগে ভােগে তার নাম - ল সাইটনেস।

3। কাদের মধ্যে মিথােজীবীও সম্পর্কের ভিত্তিতে লাইকেন গঠিত হয় - শৈবাল ও ছত্রাক। 

4। প্ল্যাঙ্কটন হল জলজ উদ্ভিদের উপর বসবাসকারী একপ্রকারের শ্যাওলা।

5। যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন – বিজ্ঞানী কর্ক।

6। পৃথিবীতে সবচেয়ে বেশি পপুলেশন দেখা যায় - মাছেদের।

7।সাপেদের বিষগ্রন্থি হল - মেরুদণ্ডী প্রাণীদের লালাগ্রন্থির সমগােত্রীয়।

8। কর্ডাটাপর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হল - এদের নােটোকর্ড থাকে।

9। উদ্ভিদে যে হরমােনের প্রভাবে ফল পরিপুষ্ট হয় না - অক্সিন।

10। যে প্রাণীর প্লাজমায় হিমােগ্লোবিন দ্রবীভূত অবস্থায় থাকে - কেঁচো।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292