Science GK Suggestion (Part-92)

1. আঙ্গুর থেকে মদ তৈরির পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য দেখা যায় - দুধ থেকে দই তৈরির পদ্ধতির সঙ্গে।

2। চোখের রেটিনাতে কোনাে কিছুর ছবি - মাত্র 1/20 সেকেণ্ড থাকে, পরে অন্য ছবি আসে।

3। কোকেডনব্যবহৃত হয় - ব্যথা-উপশমকারী ওষুধরূপে।

4। উদ্ভিদ বা গাছপালাতে যে ভয়ের সৃষ্টি হয়, তারনাম-বােট্যানােফোবিয়া (Botanophobia)। 

5। ডালশস্য বায়ুর নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে কারণ তাদের মুলে গুটিকা আছে।

6। চিড়ে, রুটি প্রভৃতিতে যেরূপ শর্করা বর্তমান –দ্বি-শর্করা।

7। কাণ্ডের কর্তিত অংশ ব্যবহৃত হয় – আখ চাষে।

8। উদ্ভিদের বংশবৃদ্ধিতে টিস্যু কালচারের প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ কারণ - এতে উদ্ভিদের উৎপাদন ক্ষমতা বাড়ে এবং উদ্ভিদ সমভাবে বৃদ্ধি পায়।

9। পতঙ্গভুক উদ্ভিদের নাম (উল্লেখযােগ্য নাম) -কলসপত্রী, সূর্যশিশির, পাতাঝাঝি, ড্রস‌েরা ইত্যাদি।

10। টমেটো সসে সংরক্ষক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় – সােডিয়াম বেঞ্জোয়েট।

11। সবুজ সারবলা হয় - যে সার ব্যবহারে লিগুমিনেসি গােত্রের শস্যের বেড়ে ওঠা ও চাষ করা সহজ হয়।

12। একটি হালকা ধাতুর নাম – লিথিয়াম (Li)৷

13। অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ আকরিকের নাম - বক্সাইট।

14। জার্মান সিলভার যে যে ধাতুর সংমিশ্রণ তা হল - জিঙ্ক, কপার ও নিকেল (Cu = 50%, Zn = 30%, Ni = 20%)।

15। হীরক কার একটি বহুরূপতা - কার্বনের।

16। বায়ু একটি ....... মিশ্রণ - গ্যাসীয়।

17। বেলুনে যে গ্যাস থাকে - হিলিয়াম (He)।

18। ক্লোরােফ্লুরাে কার্বন (CFC) ব্যবহৃত হয় – রেফ্রিজারেটরে।

19। সিলিকন কার্বাইড ব্যবহৃত হয় – শক্ত জিনিস কাটার কাজে।

20। যে উপাদানটি সব অ্যাসিডে থাকে হাইড্রোজেন (H)।

21। টেট্রাইথাইল লেড় ব্যবহৃত হয় – পেট্রোলে।

22। ঘরের উষ্ণতায় যে অধাতু তরল থাকে – ব্রোমিন (Br)।

23। যে খনিজে রেডিয়াম আছে - পিচব্লেণ্ড।

24। লাফিং গ্যাসের নাম হল -নাইট্রাস অক্সাইড।

25। সালােকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ - যাবতীয় ছত্রাক এবং স্বর্ণলতা।

26। সালােকসংশ্লেষকালে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়- এই তথ্যের আবিষ্কর্তা হলেন - বিজ্ঞানী মেয়ার।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292