Science GK Suggestion (Part-96)

1। সবচেয়ে বেশি বিদীর্ণ করতে পারে যে রশ্মি তার নাম -আলফা রশ্মি।

2। পারমাণবিক নিউক্লিয়াসে যে বল দ্বারা নিউট্রন ও প্রােটনগুলি সংযুক্ত থাকে তাকে বলে - এক্সচেঞ্জ বল।

3। সালােকসংশ্লেষ থেকে নির্গত ০,-এর উৎস জল-এই তথ্যের আবিষ্কর্তা- বিজ্ঞানী রুবেন।

4। নিরাপদভাবে খাদ্যশস্য সংরক্ষণের জন্য আদ্রতা -১৪% এর বেশি থাকলে চলবে না।

5। পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রক হিসাবে ব্যবহৃত হয় -গ্রাফাইট।

6। ভিটামিন-B, এর অভাবে যে রােগের সৃষ্টি হয় – স্টোমাটাইটিস বা মুখে ঘা।

7। এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে জেনেটিক বার্তা বয়ে নিয়ে যায় -D.N.A. (ডি অক্সিরাইবােনিউক্লিক অ্যাসিড)।

8। প্লাসটিড হল অতিরিক্ত ক্রোমােজোমাল জেনেটিক উপাদান - ডিজিটালিন হৃৎপিণ্ডের স্বাভাবিক কর্মদক্ষতা ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত হয়, এটি পাওয়া যায় - ডিজিটালিস গাছের পাতায়।

9। যে অঙ্গাণুতে আলাে ও তাপের রাসায়নিক বিক্রিয়া ঘটে- ক্লোরােপ্লাস্টে।

10। সুইসাইডাল ব্যাগ বলা হয় - লাইসােজোমকে।

11। ক্রোমােজোমের মূল উপাদান হল - D.N.A. উদ্ভিদ কোষে থাকে না কিন্তু প্রাণীকোষে থাকে যেটি লাইসােজোম।

12। D.N.A. নিউক্লিওটাইড গঠনে ব্যবহৃত হয় - ফসফরিক অ্যাসিড, ডি-অক্সিরাইবােজ শর্করা ও নাইট্রোজেন বেস।

13। যে অঙ্গাণু ব্যাকটিরিয়া এবং প্রােক্যারিওটিক কোষে থাকে -রাইবােজোম।

14। একটি কোষ যখন একটি তরলে ডােবানাে হয় তখন পাত্রের তরলের সাপেক্ষে কোষরস হয় –আইসােটনিক।

15। উদ্ভিদ খাদ্য উৎপাদনকালে O, বর্জন করে- এই তথ্যের আবিষ্কর্তা- বিজ্ঞানী যােসেফ প্রিস্টলে। 

16। ক্রসিং ওভার দেখা যায় – মিয়ােসিস কোষ বিভাজনে।

16। জিনের গঠন তৈরি হয় - ডি.এন.এ. দিয়ে।

17। ক্রেবস চক্রে শক্তির স্থানান্তর এবং ইলেক্ট্রন স্থানান্তর শৃঙ্খলা দেখা যায় -মাইটোকনড্রিয়াতে। 

18। D.N.A.সিন্থেসিসের সময় প্যাথােজেনেটিক ব্যাকটেরিয়ার আক্রমণ না ঘটলে - রাইবােজোমের কাজ বন্ধ হয়ে যায়।

19। কোষীয় ক্রিয়াকলাপের জন্য শক্তির উৎস –ATP (অ্যাডিনোসিন ট্রাই ফসফেট)

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292